Daily Frontier News
Daily Frontier News

পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ বনাঞ্চলের পরিবেশ বাচাতে এগিয়ে এল বারুইপুর জেলা পুলিশ।।

 

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

গতকাল থেকে আজ পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের উদ্দ্যোগে শুরু হয়ে সুন্দর বনের পরিবেশ রক্ষা। আর এই কাজে বিভিন্ন এন জি ও সাথে কাজ করছেন বারুইপুর জেলা পুলিশের অধীনে বিভিন্ন যায়গার ইস্কুলের ছাত্র ও ছাত্রীরা। তাদের দিয়ে গভীর সুন্দর বনের নদীনালা থেকে বর্জ্য পদার্থ ও পলিথিন এবং প্লাস্টিক বর্জ্য পদার্থ সরিয়ে নিয়ে তা বিক্রি করছে জেলা প্রশাসনের কাছে। তার ফলে গভীর সুন্দর বনের নদীনালা থেকে পরিবেশ দূষণের পরিমাণ কুমে যাচ্ছে। গভীর সুন্দর বনের নদীনালা কে দূষণ রোধ করার জন্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করেছে। এদিন সুন্দর বনের লাগোয়া গোসাবা থানার অন্তর্গত রাঙ্গাবেলিয়া জতিরামপুর সহ বিভিন্ন যায়গায় নদী পথে বর্জ্য পদার্থ তোলার কাজ শুরু হয়। স্হানীয় বাসিন্দা সহ বিভিন্ন ইস্কুলের ছাত্র ও ছাত্রীরা হাত লাগায় এই কাজে। পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ বনাঞ্চল বাচাতে এগিয়ে এসেছেন বারুইপুর জেলা পুলিশের সুপার শ্রীমতী পুস্পা দেবী আই পি এস। এবং তাকে সাহায্য করতে এগিয়ে এসেছে বারুইপুর জেলা পুলিশের জোনাল সাহেব শ্রী ইন্দরজিৎ বসু আই পি এস এবং ক্যানিং পূর্বে র এস ডি পি ও ও আই সি দিবাকর সরকার ও গোসাবা থানার ওসি শ্রী সৌমেন বিশ্বাস।।

Daily Frontier News