Daily Frontier News
Daily Frontier News

পশ্চিম বাংলা সরকারের মজ্জায় মজ্জায় ঘুন ধরেছে, তাই পশ্চিম বাংলায় ফের পরিবর্তনের সরকার চাইলেন বুদ্ধিজীবীরা।।

 

 

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

আজ কলকাতার প্রেস ক্লাবে একটি গনমাধ্যমের সাথে বৈঠকে পরিবর্তনের সরকার দরকার আছে পশ্চিম বাংলায় বললেন শিক্ষাবিদ পবিত্র সরকার। তিনি বলেন বর্তমানে যে সরকার চলছে তার মজ্জায় মজ্জায় ঘুন ধরেছে। পশ্চিম বাংলার এস এস সি ট্রেড কেলেঙ্কারির তে কোটি কোটি টাকার বিনিময়ে অকৃতকার্য ছাত্র ও ছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দেওয়া হয়েছে তা বেআইনি বলে গণ্য করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। তিনি আরো বলেন যে বেআইনি আর্থিক লেনদেন ফলে যে নিয়োগ হয়েছে তার ফলে বঞ্চিত করা হয়েছে সফল ছাত্র ও ছাত্রীদের। যারা কৃতকার্য হয়েছে তাদেরকে চাকরি না দিয়ে অকৃতকার্য ছাত্র ও ছাত্রীদের যে চাকরি দেওয়া হয়েছে তা নজিরবিহীন। এই ট্রেড কেলেঙ্কারির ফলে গ্রেপ্তার করা হয়েছে পশ্চিম বাংলার তৃনমূল দলের মহাসচিব ও পশ্চিম বাংলার শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি তার সাথী অর্পিতা মুখোপাধ্যায়ের মাধ্যমে যে কোটি কোটি টাকার বিনিময়ে বেআইনি আর্থিক লেনদেন করে চাকরি দিয়েছেন তার জন্য সারা বিশ্বে র কাছে পশ্চিম বাংলার মাথা হেঁট হেয়ে গেছে। এখনই পরিবর্তনের সরকার দরকার। এই সরকারের পদত্যাগ করার দাবি জানানো হয়। আজকের এই গনমাধ্যমে বৈঠকে উপস্থিত ছিলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় সব্যসাচী চক্রবর্তী পরিচালক অনীক দত্ত । কমলেশ্বর মুখোপাধ্যায় ও সঙ্গীত শিল্পী শুভেন্দু মাইতি। এবং রাজনৈতিক নেতা ও হাইকোর্টের আইনজীবী ও রাজ্যসভার সদস্য বিকাশ রন্ধন ভট্টাচার্য।।

Daily Frontier News