Daily Frontier News
Daily Frontier News

পশ্চিম বাংলার সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজ সকালে সকলের ছেড়ে চলে গেছেন পরলোকে

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

ভারতের প্রবীণ রাজনীতিবিদ ও বামফ্রন্টের পলিটব্যুরোর সদস্য এবং পশ্চিম বাংলার সাবেক মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজ সকালে পরলোক গমন করেছেন। তার জন্ম হয় 1944সালে, এবং মৃত্যু হয়েছে আজ 2024, সালের 7,ই আগস্ট। মৃত্যু কালে রেখে গেছেন তার এককন্যা ও স্ত্রী এবং লক লক্ষ ভক্ত।। তিনি সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সময় থেকে পশ্চিম বাংলার তথ্যপ্রযুক্তি দপ্তরের মন্ত্রী ছিলেন।পরে 2011, সালের আগে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। তার ভাবমূর্তি উজ্জ্বল ছিল। তার সময়ে নন্দীগ্রাম এবং সিঙ্গুরের কৃষি আন্দোলন শুরু হয়।সেখান থেকে বর্তমান পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আন্দোলন করে পশ্চিম বাংলার সাধারণ মানুষের পরিবর্তন করে সরকার বধল করে মুখ্যমন্ত্রী হন।প্রায়ত সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ভারতের জাতীয় কংগ্রেস এর নেতা রাহুল গান্ধী ও সাবেক লোকসভার বিরোধী দলের নেতা অধীর চৌধুরী ও বামফ্রন্টের নেতা সীতারাম ইয়েচুরি ও বিন্দা করাত প্রকাশ করাত এবং সূর্য কান্ত মিশ্র এবং পশ্চিম বাংলার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সহ বামফ্রন্টের পলিটব্যুরোর নেতৃত্ব এবং পশ্চিম বাংলার বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে। সেখানে তাকে গান স্যালুট এর সাথে শেষ বিদায় জানানো হবে।প্রায়ত সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এর বাড়িতে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসেন গেছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।।

Daily Frontier News