কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আজ পশ্চিম বাংলার পৌরসভার ও শিলিগুড়ি মহকুমা প্রশাসক নির্বাচনে জয়জয়কার তৃনমূল দলের হলেও কিছু কিছু যায়গায় নজর কেড়েছে বিরোধী দল। গত নির্বাচনে পুরুলিয়া জেলার ঝালদা পৌরসভা নির্বাচনে কেউ এককভাবে গোরিস্টতা লাভ করেন নি। এই নির্বাচনে ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও জয়ী প্রার্থী তপন কান্দু কে দুস্কৃতিকারীরা হত্যা করে ঝালদা পৌরসভা দখল করতে। কিন্তু তৃনমূল দল ঝালদা পৌরসভা দখল করলেও তপন কুন্ডু র জয়ী ওয়ার্ড এ উপনির্বাচনে ভারতের জাতীয় কংগ্রেসের প্রার্থী মিটুন কুন্ডু প্রায় ছয় গুন বেশি ভোটে নির্বাচিত হয়েছেন তৃনমূল দলের প্রার্থী কে হারিয়ে। সাথে সাথে চন্দননগর পৌরসভার উপনির্বাচনে জয়ী হয়েছে বামফ্রন্টের প্রার্থী। ওখানে তৃনমূল দল কে হারিয়ে দিয়ে। কিন্তু অনেক বেশি ভাগ পৌরসভার চেয়ারম্যান নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হয়েছে। অন্যদিকে শিলিগুড়ি মহকুমা প্রশাসক নির্বাচনে জয়ী হয়ে গোর্খা জনমুক্তি মোর্চা র অনীশ থাপার দল। এখানে ভারতের জাতীয় কংগ্রেসের দুই প্রার্থী জয়ী হয়েছে। সাথে সাথে তৃনমূল দলের প্রার্থী রা জয়ী হয়েছে। বাকি পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন তৃনমূল দলের প্রার্থীরা। আজকের পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কে জয়ী করার জন্য সকলকেই অভিনন্দন জানিয়েছেন পশ্চিম বাংলার তৃনমূল দলের সুপ্রিমো ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তবে পশ্চিম বাংলার পৌরসভা নির্বাচনে বিজেপি সেই ভাবে প্রভাব বিস্তার করতে পারেনি। সেই হিসেবে বামফ্রন্ট ও ভারতের জাতীয় কংগ্রেসের শক্তি বৃদ্ধি করেছে।।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics