Daily Frontier News
Daily Frontier News

পশ্চিম বাংলার দুর্নীতিগ্রস্ত মন্রীদের বিরুদ্ধে চোর ধরো জেল ভরো কর্মসূচি পালন করেছেন ডি ওয়াই এফ এর উস্হি এরিয়া কমিটি।।

 

 

মানোয়ার  ইমাম কলকাতা ভারতঃ-

 

আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্হি এরিয়া কমিটির পক্ষ থেকে পশ্চিম বাংলার দুর্নীতিগ্রস্ত মন্রীদের অপশাসনের দাবি এবং তাদেরকে ধরে জেল ভরার ডাক দেয়। এদিন উস্হি এরিয়া কমিটি রঙ্গীলাবাদ অঞ্চল কমিটির ডাকে একটি মিছিল বের হয়। এবং বামফ্রন্টের যুব কমিটির পক্ষ থেকে পথ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এর ফলে মগরাহাট থেকে উস্হি গামী এবং ডায়মন্ডহারবার থেকে মগরাহাট গামী পরিবহন ব্যবস্থা কিছু ক্ষনিকের জন্য বন্ধ হয়ে যায়। যার ফলে রাস্তা দিয়ে গাড়ি চলাচল বিগ্ন ঘটে। এদিন ডি ওয়াই এফ এর যুব কর্মীরা পশ্চিম বাংলার সাবেক তৃনমূল দলের মহাসচিব ও পশ্চিম বাংলার সাবেক শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ্য করেন। আজ এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা যুব কমিটির সম্পদক সোমনাথ ঘোষ ওরফে বাপ্পা ঘোষ। সেই সাথে এদিনের বিক্ষোভ মিছিলে অংশ নেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য চন্দ্রনাথ সরদার এবং মগরাহাট পশ্চিমের উস্হি এরিয়া যুব কমিটির সম্পদ কমরেড হাসিবুর রহমান লস্কর ও উস্হি এরিয়া কমিটি কৃষক শ্রমিক সংগঠনের সভাপতি কমরেড মুজাহিদ কবির শেরওয়ানি এবং শেরপুর যুব কমিটির সম্পদক কমরেড কবিরুল ইসলাম ও উস্হি এরিয়া কমিটি যুব কমিটির সদস্য কমরেড সাদাব কাজী সহ অন্যান্য নেতৃত্ব।।

Daily Frontier News