Daily Frontier News
Daily Frontier News

পশ্চিম বাংলার তৃনমূল দলের জননেতা শওকাত মোল্লা কে ফাঁসানোর চেষ্টায় শ্রী ঘরে দুই অভিযুক্ত।।

 

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

পশ্চিম বাংলার তৃনমূল দলের সাধারণ সম্পাদক ও পশ্চিম বাংলার বিধানসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এবং সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়্যারম্যান জননেতা শওকাত মোল্লা কে একটি মহিলার সাথে জয়েন্ট ছবি এড করে ফেক ফেসবুকে ছড়িয়ে দেবার অভিযোগে গ্রেপ্তার দুই প্রতারক। এই ঘটনার পর ক্যানিং পূর্ব এর বিধায়ক ও পশ্চিম বাংলার তৃনমূল দলের সাধারণ সম্পাদক জননেতা শওকাত মোল্লা র বারুইপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করার পর বারুইপুর জেলা পুলিশের জীবন তলা থানা এলাকা থেকে আমিনুর হোসেন ও শুকুর আলী গ্রেপ্তার করে বারুইপুর জেলা পুলিশের জীবন তলা থানা। এবং অপর ব্যাক্তি হামিদুল সেখ কে পুলিশ গ্রেপ্তার করার জন্য উঠেপড়ে লেগেছে। ঘটনার সূত্র পাত গত ২৭/৮/২০২২, শে আগস্ট জীবন তলা থানা এলাকা থেকে একটি সাইবার ক্যাফে গিয়ে তৃনমূল দলের সাধারণ সম্পাদক শওকাত মোল্লা ও তার সাথে একজন অপরিচিত মহিলার একটি চুম্বন দৃশ্য এড করে দিয়ে তৃনমূল দলের সাধারণ সম্পাদক ও পশ্চিম বাংলার বিধানসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কে সাধারণ মানুষের কাছে হেয় করার প্রচেষ্টা করা এবং জননেতা শওকাত মোল্লা র রাজনৈতিক জীবন কে শেষ করার করার জন্য এই চেষ্টা করা হয়। কিন্তু ফেক ফেসবুকে পোস্ট করার পর নজরে আসে এই ঘটনা। তার পর সাথে সাথে বারুইপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম থানাতে অভিযোগ করেন ক্যানিং পূর্ব র বিধায়ক শওকাত মোল্লা। তদন্ত শুরু করে দেয় বারুইপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সদস্যরা। এবং ভাঙড় থেকে এই দুই ব্যক্তি কে গ্রেপ্তার করে জীবন তলা থানা। বর্তমানে এদের গ্রেপ্তার করে রাখা হয়েছে ভাঙড় থানাতে। তদন্ত চলছে এবং এই ঘটনার পর দোষী ব্যাক্তিদের উপযুক্ত শাস্তি দাবি করেন ক্যানিং পূর্ব র যুব তৃনমূল দলের সভাপতি লড়াকু নেতা সাদেক লস্কর। এই ঘটনার পর তৃনমূল দলের পক্ষ থেকে অভিযুক্ত ব্যাক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করা হয়েছে।।

Daily Frontier News