কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
চর্মজাত শিল্পকে কে রক্ষা করতে এবং এই চর্মজাত শিল্পকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে আজ কলকাতার লেদার কমপ্লেক্সে একটি জরুরি ভিত্তিতে বৈঠক ডাকেন পশ্চিম বাংলার বিধান সভার চর্মজাত শিল্পের স্হায়ী কমিটির চেয়ারম্যান এবং পশ্চিম বাংলার বিধান সভার সদস্য জনাব সওকাত মোল্লা। এদিন লেদার কমপ্লেক্সে এলাকার সমস্ত বিধায়কদের এবং পশ্চিম বাংলা সরকারের চর্মজাত শিল্পের সচিব ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সারা বিশ্বের সাথে তালে তাল মিলিয়ে চর্মজাত শিল্প কে বিশ্বের দরবারে পৌঁছে দিতে এবং এই শিল্প কে আরো অর্থনৈতিক ভাবে উন্নত করার লক্ষ্যে নিয়ে এগিয়ে যাওয়া জন্য সকলের কাছে সাহায্য চান। পশ্চিম বাংলা সরকারের এই চর্মজাত শিল্প মধ্যে উল্লেখযোগ্য হল বাটা কোম্পানি ও শ্রী লেদার কোম্পানি এবং প্যারাগোন কোম্পানি ও খাদিম লেদার কোম্পানি এবং অন্যান্য লেদার কোম্পানি কে আরো অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করার লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য সবধরনের সহায়তা প্রদান করবে পশ্চিম বাংলা সরকার। এই চর্মজাত শিল্পের সাথে জড়িত প্রায় লক্ষ লক্ষ মানুষ যাতে তাদের রুটি রুজির করে খেতে পারেন তার জন্য সব ধরনের সাহায্য করবে পশ্চিম বাংলা সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ অবধি সব ধরনের প্রতিকুলতার মধ্যে দিয়ে এই চর্মজাত শিল্প কে বাচাতে সবধরণের সহায়তা করছে পশ্চিম বাংলা সরকার। ক্ষুদ্র কুটির শিল্পের মধ্যে পড়া এই চর্মজাত শিল্পের কাচা ও প্রোডাকশন মাল আজও পৃথিবীর বিভিন্ন দেশের কাছে গ্রহণযোগ্য। সবথেকে বেশি চর্মজাত শিল্পের মাল যায় আমেরিকা ও রাশিয়া এবং জার্মান, ইতালি ফ্রান্স এবং ইংল্যান্ড কানাডা এবং আফ্রিকা ও অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ডস এবং আরব আমিরাত কুয়েত ও কাতার এবং আবুধাবি তে। এই চর্মজাত শিল্পের জন্য ভারত সরকারের ঘরে ঢোকে কয়েক শত কোটি টাকার বিদেশী মুদ্রা। এই চর্মজাত শিল্পের সাথে জড়িত পশ্চিম বাংলা কয়েক লক্ষ মানুষ। এই চর্মজাত শিল্প কে আরো অর্থনৈতিক ভাবে উন্নত মানের করার লক্ষ্যে নিয়ে এগিয়ে যাবে আগামী দিনে এমন কথা বলেন পশ্চিম বাংলা সরকারের বিধানসভার চর্মজাত শিল্পের স্হায়ী কমিটির চেয়ারম্যান এবং পশ্চিম বাংলা বিধান সভার সদস্য ও ক্যানিং পূর্বে র বিধায়ক এবং সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান জনাব সওকাত মোল্লা। ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics