কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আগামী ০৯,আগাস্ট, পালিত হতে চলেছে মুসলিম ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র মহরম। এই মহরম উপলক্ষে গোটা ডায়মন্ডহারবার জেলা পুলিশের অধীনে উস্হি থানা এলাকায় যাতে শান্তি বজায় রাখতে সমাজের সকলকেই নিয়ে বৈঠক করেন মগরাহাট ও উস্হি থানার সার্কেল অফিসার শ্রী সুবির কুমার বাগ ও উস্হি থানার অফিসার ইনচার্জ এবং উস্হি থানার সেকেন্ড অফিসার ইনচার্জ জনাব আবদুল মানজান এবং উস্হি ব্লক উন্নয়ন আধিকারিক শ্রীমতী ফতেমা কাওসার এবং উস্হি ব্লক উন্নয়ন বোর্ড এর সহসভাপতি ও তৃনমূল দলের অন্যতম নেতা শ্রী মানবেন্দ্র নাথমন্ডল এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শ্রীমতী সঙ্গীতা হালদার এবং বিশিষ্ট সমাজসেবক হাজি মাস্টার আবদুর রউফ বৈদ্য এবং মগরাহাট পশ্চিমের সাবেক শিক্ষা সচিব নুরুজ্জামান সেখ এবং উত্তর কুসুম অঞ্চল প্রধান কুতুবউদ্দিন লস্কর ও মগরাহাট পশ্চিমের জামে মসজিদ ইমাম সমাজের নেতা মাওলানা সাইফুদ্দিন সাহেব, পেশ ইমাম ঘোলা নওয়া পাড়া জামে মসজিদ। এছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ যোগদান করেন। আগামী মহরম উপলক্ষে উত্তর কুসুম কারবেলা হাট ও ইয়ারপুর অঞ্চলে যাতে শান্তি তে তাজিয়া বের করতে পারে তার জন্য প্রশাসন বড় ভূমিকা পালন করবে। এবং উস্হি থানার উস্হি সরদার পাড়া থেকে যে তাজিয়া বের হয় তাতে উত্তেজনা সৃষ্টি না হয় তার জন্য ঐ কমিটির কাছে আবেদন করা হয়েছে। পবিত্র মহরম উপলক্ষে উস্হি থানার কারবেলা হাট ও মশিদদের হাট এবং ইয়ারপুর অঞ্চলের নীলকুঠি এলাকা এবং উস্হি র সরদার পাড়া মোড়ে কড়া নজর রাখতে বলা হয়েছে প্রশাসনিক কর্মকর্তাদের।।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics