ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী কাল মুসলিম ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিয়েছেন। সাথে সাথে পবিত্র ঈদুল আজহা যাতে শান্তি তে পালন করেন তার জন্য আবেদন রেখেছে। এবং পবিত্র ঈদুল আজহা র কুরবানী পশু যাতে সাবধানে কাটেন তার জন্য অনুরোধ করেন। রাস্তার পাশে এবং জনবহুল এলাকায় অতিসাবধনতা অবলম্বন করতে বলা হয়েছে। স্হানীয় প্রশাসন সজাগ দৃষ্টি রাখতে বার্তা পাঠানো হয়েছে প্রতিটি জেলার পুলিশ সুপারদের কাছে। পশু কোরবানি যাতে ত্রিপল দিয়ে ঘিরে ফেলে কোরবানি করা হয় তা দেখার জন্য বলা হয়েছে। এবং রক্ত মাখা কাপড় জামা পড়ে জন বহুল এলাকায় ঘুরতে নিষিদ্ধ করা হয়েছে। গাড়ি ঘোড়াতে কোরবানির গোস যাতে সাবধানে নিয়ে তা দেখার জন্য বলা হয়েছে। প্রকাশ্যে কোরবানি জন বহুল এলাকায় করা চলবে না। সবদিক খেতিয়ে দেখে কোরবানি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানদের জন্য শুভেচ্ছা বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের জাতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। সারা ভারতের বিভিন্ন যায়গায় আগামী কাল পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। আগে থেকেই দিল্লির জামে মসজিদ ও ফতেপুরী মসজিদ এবং কলকাতার নাখোদা মসজিদে নামাজ আদায় করা হবে। নিরাপত্তা ব্যবস্থা যাতে বিঘ্নিত না হয় তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন কড়া নির্দেশ দেওয়া হয়েছে।।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics