Daily Frontier News
Daily Frontier News

পদ্ম ফুল ছেড়ে ঘাস ফুলে প্রবেশ ব্যারাকপুরের বিজেপি র লোকসভার সদস্য অর্জুন সিঙের।।

 

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

আজ কলকাতার ক্যামাক ইস্ট্রিটের পশ্চিম বাংলার তৃনমূল দলের কার্যালয় থেকে তৃনমূল দলের সাধারণ সম্পাদক এবং ডায়মন্ডহারবার লোকসভার সদস্য যুবরাজ শ্রী অভিষেক ব্যানার্জীর হাত ধরে ফের তিন বছর পর তৃনমূল দলে প্রবেশ করলেন পশ্চিম বাংলার বিজেপি নেতা ও ব্যারাকপুর লোকসভার সদস্য শ্রী অর্জুন সিঙের। তিন উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়া কেন্দ্র থেকে তিন তিন বার জিতে পশ্চিম বাংলার বিধাসভার সদস্য হন। কিন্তু গত ২০১৯,সালে, অর্জুন সিঙের দাবি ছিল তাকে ব্যারাকপুরের লোকসভার আসন তাকে দিতে হবে তৃনমূল দলের লোকসভার সদস্য শ্রী দীনেশ ত্রিবেদী কে বাদ দিয়ে। কিন্তু ভাটপাড়ার বিধায়ক এবং সাবেক তৃনমূল দলের নেতা অর্জুন সিঙের লোকসভার টিকিট না দেওয়াতে তিনি দল ত্যাগ করে বিজেপিতে যোগ দেন এবং ব্যারাকপুর থেকে বিজেপির টিকিট নিয়ে তৃনমূল দলের অন্যতম প্রার্থী ও লোকসভার সদস্য শ্রী দীনেশ ত্রিবেদী কে পরাজিত করে লোকসভার সদস্য হন। তার পর বিধান সভার নির্বাচনে তিনি বিজেপির হয়ে প্রচার করেন এবং বিজেপি কে জেতাতে সামনাসামনি টক্কর হয় তৃনমূল দলের যুব সভাপতি শ্রী অভিষেক ব্যানার্জীর সাথে । ভোটের ফলাফল হিসেবে দেখা যায় যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বহু যায়গায় বিজেপি হেরে যায়। সেখান থেকে স্নায়ু চাপ বাড়তে থাকে এবং পরে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রতিটি পৌরসভা নির্বাচনে বিজেপি হেরে যায়। তার পর থেকে চালাক ছেলের মতো তিনি ধীরে ধীরে তৃনমূল দলের দিকে ধুকতে থাকে এবং তৃনমূল দলের নেতৃত্বের সাথে যোগাযোগ করতে থাকেন। ইদানীং কালে কেন্দ্রের পাট শিল্প নিয়ে কেন্দ্রের ভূমিকা পালন নিয়ে তিব্র আক্রমণ করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি নেতা ও লোকসভার সদস্য শ্রী অর্জুন সিঙ। কিন্তু কেন্দ্র তার দাবি এবং পাট চাষীদের কথা মাথায় রেখে এবং পাট শিল্প কে বাচাতে পাটের দাম বেড়িয়ে দেয়। তার পরেও তিনি তৃনমূল দলে যোগদান করেন। আজকের যোগদানের সময় উপস্থিত ছিলেন তৃনমূল দলে সাধারণ সম্পাদক ও ডায়মন্ডহারবার লোকসভা র সদস্য যুবরাজ শ্রী অভিষেক ব্যানার্জী এবং তৃনমূল দলের উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি ও পশ্চিম বাংলার বন ও পরিবেশ মন্ত্রী শ্রী জোতিপ্রিয় মল্লিক সহ তৃনমূল দলের অন্যান্য নেতৃত্ব।।

Daily Frontier News