ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
নয়াদিল্লি ও কলম্বো র বর্তমান কূটনৈতিক সম্পর্ক নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে পক প্রণালীতে শ্রীলঙ্কার নৌসেনার তাড়ায় মৃত্যু হয়েছে এক মৎস্যজীবী র এবং নিখোঁজ এক। এই ঘটনার পর ভারতের বিদেশ মন্ত্রকের কর্তারা শ্রীলঙ্কায় অবস্থিত ভারতের রাষ্ট্রদূত শ্রী বিক্রম রনসিঙ্গদে কে তলব করে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে। গতকাল ভারতের উপকূলীয় এলাকায় মাছ ধরার ট্রলার নিয়ে যায় মৎস্যজীবীদের চার সদস্যের একটি দল।তারা ভারতের জাতীয় পতাকা বাহি ট্রলার নিয়ে পক প্রণালীতে যখন মাছ ধরছিলেন তখন শ্রীলঙ্কার নৌসেনার সদস্যরা তাদের তাড়া করে। এবং তখন পক প্রণালীতে ঝাঁপ দিয়ে দেয় এক ধীবর এবং শ্রীলঙ্কার নৌসেনার গুলিতে নিহত হয়েছে এক মৎস্যজীবী। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে ভারতের পক্ষ থেকে। এই ঘটনার আগে এমন ঘটনা ঘটেছে বহু বার। সেক্ষেত্রে শ্রীলঙ্কার নৌসেনার সদস্যরা ভারতের মৎস্যজীবীদের তাড়ায়। কিন্তু ভারতের জলসীমায় থাকা মৎস্যজীবী দলের বিরুদ্ধে কি ভাবে শ্রীলঙ্কার নৌসেনা গুলি চালায় তা ভাবিয়ে তুলেছে ভারতের বিদেশ মন্ত্রকের। এই ঘটনার পর ভারতের সাথে সুসম্পর্ক বজায় থাকবে কি না এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে চায় কি তা দেখার বিষয়। কারণ ভারতের জলসীমায় মাছ ধরার অধিকার শুধু মাত্র ভারতের মৎস্যজীবীদের। সেখানে শ্রীলঙ্কার নৌসেনা গুলি চালায় কি করে। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে ভারত। এমন ঘটনা যদি ঘটতে থাকে তাহলে পরবর্তীতে ভারত কঠোর ব্যবস্থা নেবে বলে জানা গেছে।।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics