Daily Frontier News
Daily Frontier News

নাসিরনগরে” আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস” পালিত

 

 

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-

 

জেলা ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলায় ” আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ” ২০২২ পালিত হয়েছে।
শুক্রবার ৯ ডিসেম্বর ২০২২ উপজেলা প্রশাসনের উদ্যোগে “দুর্নীতিবিরোধী দিবস” উপলক্ষে সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর শহীদ মিনার চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম এঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস । স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রহিম। সাধারণ সম্পাদক আক্তার হোসেন ভূইয়া এর সঞ্চালনায় “রুখবো দুর্নীতি গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ “এ প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তব্য রাখেন, নাসিরনগর সরকারি মহাবিদ্যালয় এঁর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জামিল ফোরকান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, শিবলী চৌধুরী, অরুপ সাহা, এডঃ সামছুল তাবিছ চৌধুরী প্রমুখ।সভায় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, ছাত্র/ ছাত্রী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।

Daily Frontier News