ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
সম্প্রতি একটি টিভি চ্যানেল এ ধর্মপ্রাণ মুসলমানদের প্রিয় নবী কে কুরুচিকর মন্তব্যের করেন ভারতের বিজেপি দলের নেত্রী নূপুর শর্মা ও নবীন জিন্দাল। উত্তর প্রদেশের জ্ঞানবাপি মসজিদ নিয়ে একটি বিতর্কিত মন্তব্য হয়। যা নিয়ে দিল্লির সুপ্রিম কোর্ট পযন্ত যায়। পরবর্তীতে মুসলিম ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় উপাসনালয় এ নমাজ আদায় করতে পারেন বলে রায় দেন। সেই ঘটনার পর বিজেপি দলের মুখপাত্র নূপুর শর্মা মুসলিম ধর্মপ্রাণ মুসলমানদের প্রিয় নবী কে বিতর্কিত মন্তব্য করেন। যার জেরে ভারতের মুসলিম ধর্মপ্রাণ মুসলমানরা রাস্তায় নেমে আন্দোলন শুরু করে। তার জের পড়ে আরব সাগর পেরিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশের মানুষের কাছে। উত্তাল হয়ে যায় গোটা মুসলিম দেশ। ভারতের পণ্যদ্রব্যে বয়কটের ডাক দেন আরব আমিরাতের মানুষ। কুয়েত ও কাতার এবং ইরান সেদেশের ভারতের রাষ্ট্রদূত কে ডাক করে ভৎসনা করেছেন। তার পরে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতিবাদ আসছে ভারতের কাছে। এই বিষয়ে আজ ভারতের প্রতিরক্ষা বিষযক কমিটির চেয়ারম্যান শ্রী অজিত দোভাল বলেন যে, বিজেপি নেত্রী নূপুর শর্মার কুরুচিকর মন্তব্যের জন্য সারা বিশ্বের কাছে ভারতের সম্মান ক্ষুন্ন হয়েছে।।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics