Daily Frontier News
Daily Frontier News

নবীকে কুরুচিকর মন্তব্যের জেরে , ভারত কে ক্ষমা চাওয়ার বার্তা দিল মুসলিম দেশ।।

 

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

 

 

 

 

 

 

সম্প্রতি ভারতের বিজেপি দলের অন্যতম মুখপাত্র ও নেত্রী নূপুর শর্মা উত্তর প্রদেশের জ্ঞানবাপি মসজিদের শিবলিঙ্গ রাখা ও মসজিদ টি কে হিন্দুদের মন্দির ছিল বলে দাবি করা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে হজরত মুহাম্মদ কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন। যার পরিপ্রেক্ষিতে উত্তপ্ত হয়ে উঠে গোটা ভারত। এই মন্তব্যের জের গিয়ে পড়ে সূদুর মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম ধর্মপ্রাণ মুসলমানদের দেশে। আজ এই ঘটনার পর ভারতের পক্ষ থেকে ক্ষমা চাইতে বললেন কাতার ও কুয়েত এবং সৌদি আরব। একইসাথে তুরস্ক ও ইরান তিব্র ভাষায় আক্রান্ত করে ভারত কে। এই ঘটনার পর গতকাল কাতারে অবস্থিত ভারতের রাষ্ট্রদূত কে ডেকে পাঠান এবং ভারত কে ক্ষমা চাইতে বললেন কুয়েত সরকার। একই সাথে সৌদি আরব ও আরব আমিরাত এবং আরব আমিরাতের জনগণ ভারতের পন্য দ্রব্য ব্যবহার করা বন্ধ করার ডাক দিয়েছেন। এই পথে শামিল হয়েছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মানুষ। বহু যায়গায় বিক্ষোভ প্রদর্শন করছেন মুসলিম ধর্মপ্রাণ মুসলমানদের দেশ। তাদের দাবি তাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ কে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছেন তার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার সরকার সারা বিশ্বের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। এই ঘটনার পর গতকাল বিজেপি নেত্রী ও বিজেপি মুখপাত্র নূপুর শর্মা কে বিজেপি থেকে বহিষ্কার করেন দল। বিজেপি দলের বক্তব্য তারা বিজেপি দল হলেও অন্যান্য সম্প্রদায়ের মানুষের মনিষীর উপর আঘাত করা কাজ নয়। বিজেপি ধর্মনিরপেক্ষ দল বলে দাবি করা হয়। এই ভারত বর্ষে সকলের ধর্মীয় উপাসনালয়ে ধর্মীয় প্রার্থনা করতে পারেন। কোন ধর্মের প্রতি ঘৃণা ও বিরূপ মন্তব্য করা বিজেপি র কাজ নয়। সেই সাথে এটি বলেন যে নূপুর শর্মা যেহেতু সরকারের লোক নয় তাই ক্ষমা চাওয়া ভারতের পক্ষ সম্ভব নয়।।

Daily Frontier News