Daily Frontier News
Daily Frontier News

দেশের প্রেট্রোল ও ডিজেলের করমুক্ত করতে বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে আবেদন প্রধানমন্ত্রীর।।

দেশের প্রেট্রোল ও ডিজেলের করমুক্ত করতে বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে আবেদন প্রধানমন্ত্রীর।

বর্তমান পরিস্থিতি তে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরোধী শাসিত অঞ্চল ও রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে আবেদন করেছেন যে তারা যেন প্রেট্রোল ও ডিজেলের করমুক্ত করে সাধারণ মানুষের স্বস্তি দেয়। সেই সাথে ভারতের বিভিন্ন অঞ্চলের জনস্বাস্থ্য ও রেশনিং পরিসেবা যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় তা নিশ্চিত করতে আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে আবেদন করেন। আজ ভারতের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্স রুম থেকে সরাসরি সম্প্রচার করা তার সাথে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাক্ষাৎ। তিনি বলেন সাধারণ মানুষের চাপ মুক্ত করার জন্য প্রেট্রোল ও ডিজেলের উপর থেকে কর মুক্ত করতে। সেই সাথে নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্র দাম যাতে ক্রিত্রিম ভাবে না বাড়াতে পারে তার জন্য সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে আবেদন জানান। আইন শৃঙ্খলা ও দেশের নিরাপত্তা ব্যবস্থা যাতে ব্রেক না করে তার জন্য সজাগ দৃষ্টি রাখতে হবে বলে জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন বহু রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের প্রেট্রোল ও ডিজেলের উপর থেকে কর মুক্ত করে সাধারণ মানুষের সুবিধা প্রদান করেছে। কিন্তু পশ্চিম বাংলা সরকার ও ঝাড়খণ্ড ও অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা এবং মহারাষ্ট্র সরকার এখন পর্যন্ত প্রেট্রোল ও ডিজেলের উপর থেকে কর মুক্ত করে নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন তার আবেদন কোভিড মুক্ত ভারত তৈরি করতে গিয়ে অর্থনৈতিক ভাবে চাপ সৃষ্টি হয়। সেই সাথে ভারতের সরকার বিশ্বের বহু দেশ থেকে প্রেট্রোল ও ডিজেলের কাচা মাল কিনে নিয়ে আসে। তা পরিশোধিত করে দেশের মানুষের কাছে দেওয়া হয় পন্য হিসাবে। তাই তার আবেদন যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে সব রাজ্যে আছে তারা যেন সাধারণ মানুষের কথা চিন্তা করে প্রেট্রোল ও ডিজেলের উপর থেকে কর মুক্ত করতে।।

Daily Frontier News