কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
সারদা ও নারদা কান্ডের মূল অভিযুক্তদের গ্রেপ্তার করতে এবং কয়লা ও গরু কেলেঙ্কারি এবং ট্রেড কেলেঙ্কারির দ্রুত তদন্তের দাবিতে সি বি আই দপ্তর ঘেরাও করে ভারতের জাতীয় কংগ্রেসের পশ্চিম বাংলার প্রদেশ নেতৃত্ব। সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। তাদের দাবি অবিলম্বে উচ্ছ শিক্ষায় কৃতকার্য প্রার্থীদের বাদ দিয়ে অকৃতকার্য প্রার্থীদের নিয়োগ সম্পূর্ণ বেআইনি ঘোষিত করতে হবে। এবং ট্রেট কেলেঙ্কারির সাথে যারা যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে সি বি আই কে। এদিন কলকাতার সি জি ও কমপ্লেক্স ভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্বে ছিলেন শ্রী তপন দাস এবং শ্রীমতী কৃষ্ণা দেবনাথ এবং মোক্তার আহমেদ ও শুভঙ্কর সরকার এবং পূর্ণ ঘোষ ও সৌরভ ঘোষ সহ ভারতের জাতীয় কংগ্রেসের প্রদেশ কমিটির সদস্যরা।।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics