কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও এম পি রাহুল গান্ধী কে কেন্দ্রীয় এজেন্সি ইডির দপ্তরে হেনস্তার বিরুদ্ধে গন আন্দোলন শুরু করে দিলেন পশ্চিম বাংলার ভারতের জাতীয় কংগ্রেসের কৃষাণ ক্ষেত মজদুর কমিটির চেয়ারম্যান তপন দাস। তিনি অভিযোগ করেন যে যেভাবে ভারতের জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী কে দিল্লির ইডি দপ্তরে দীর্ঘ সময় ধরে হেনস্তা করেছেন তা ভারতের গনতান্ত্রের পক্ষে শুব নয়। তাই নয় কিছু উগ্রবাদী হিন্দু সম্প্রদায়ের বিজেপি ও আর এস এস নেতা কর্মীরা দিল্লিতে ভারতের জাতীয় কংগ্রেসের অফিসে ভাঙচুর করে তা অতি নিন্দনীয়। তিনি বলেন যে ভারতের জাতীয় কংগ্রেসের নেতা সি আর বেনু গোপাল এবং সাবেক ভারতের অর্থ মন্ত্রী ও ভারতের জাতীয় কংগ্রেসের নেতা এবং এম পি পি চিদ্মাবারম কে মারধর করা হয়েছে দিল্লির দলীয় অফিসে তা অতি নিন্দনীয়। সাথে ভারতের সামরিক বাহিনীর মধ্যে যে অগ্নিপথ মাধ্যমে সেনাবাহিনীতে চাকরি হবে তার নিন্দা করেন। আজকের এই সভায় উপস্থিত ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের অন্যতম নেতা সৌরভ ঘোষ ও কলকাতা বার রাজার জেলা ভারতের জাতীয় কংগ্রেসের মাইনরিটি সেলের সভাপতি সামসাদ আলম সহ অন্যান্য নেতৃত্ব।।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics