কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আজ পশ্চিম বাংলার বিধান সভার সদস্য ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃনমূল দলের চেয়ারম্যান শ্রীমতী নমিতা সাহা মগরাহাট পূর্ব এর ডি হি কলস থেকে দিদির সুরক্ষা কবজ কর্মসূচির নিয়ে পদযাত্রা শুরু করেন। তিনি সধারণত মানুষের কাছে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জন উন্নয়ন মূলক বিকাশের কর্মসূচির অধীনে সাধারণ মানুষের কাজের খতিয়ান তুলে ধরেন। এবং মগরাহাট পূর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন স্থানে যে জন উন্নয়ন মূলক বিকাশের লক্ষ্যে যে কাজ সাধারণ মানুষের জন্য করেছেন তা তুলে ধরেন। সেই সাথে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যে কাজ চলছে তা আম আদমি র দরবারে উল্লেখ করে হাজির হন। এবং সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন। আজকের এই জন উন্নয়ন মূলক বিকাশের যে কাজ সারা পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় চলছে তার পরিসংখ্যান তুলে ধরেন। সাথে তৃনমূল দলের নেতা ও কর্মীদের সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে দিদির সুরক্ষা কবজ কর্মসূচির অংশ হিসেবে তার জন্য গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সভাপতি ও সদস্যদের সাথে দলীয় সদস্যদের সাথে সাধারণ মানুষের কাছে যাওয়ার জন্য টিম তৈরি করেন। এই কর্মসূচির মাধ্যমে দিদির সুরক্ষা কবজ কর্মসূচির দূত হিসেবে কাজ করে যাবেন দলীয় নেতা ও কর্মীরা। আজকের এই পদযাত্রায় অংশ নেন পশ্চিম বাংলার বিধান সভার সদস্য বিধায়ক শ্রীমতী নমিতা সাহা ও মগরাহাট পূর্বে র তৃনমূল দলের সভাপতি ও মগরাহাট পূর্বে র দুই নম্বর ব্লক উন্নয়ন বোর্ড র সহসভাপতি জনাব সেলিম লস্কর এবং মগরাহাট পূর্বে র তৃনমূল দলের যুব সভাপতি বাচ্ছু সমগরাহাট পূর্বে র ব্লক তৃনমূল দলের অন্যতম নেতা দূর্গা প্রসাদ ভট্টাচার্য এবং মগরাহাট পূর্বে র ছাত্র ও যুব তৃনমূল দলের অন্যতম নেতা ঈদ্দোজাম্মান মোল্লা সহ অন্যান্য ব্লক তৃনমূল দলের নেতৃত্ব। এবং মগরাহাট পূর্বে র তৃনমূল দলের কর্মসূচি টি শেষ হয় মুসলিম সাধক হজরত শাহ সুফি সৈয়দ পান্না উল্লাহ শাহ আল চিস্তিয়া র দরগাহে। সেখানে বিশ্বের শান্তি র জন্য দোয়া করেন দেশ ও জাতির মঙ্গল কামনা করে।।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics