কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের এস ও জি শ্রী লক্ষী রতন বিস্বাস এদিন জীবনতলা থানার অন্তর্গত জীবন মন্ডলের হাট থেকে একজন দুস্কৃতিকারীকে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তির নাম রাহুল নস্কর। তার নাইলোনের ব্যাগ থেকে ছয়টি পাইপ গান ও কিছু তাজা কার্তুজ উদ্ধার করে। জীবনতলা থানার ওসি সমীর ঘোষ ও বারুইপুর জেলা পুলিশের এস ও জির নেতৃত্বে গঠিত টিম তাকে গ্রেপ্তার করে। নিদিষ্ট গোপন খবর পেয়ে বারুইপুর জেলা পুলিশ রেড করে। তবে বারুইপুর জেলা পুলিশের নাকা চেকিং ও তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। কিছুদিন আগে থেকেই বারুইপুর জেলা পুলিশের নতুন পুলিশ সুপার শ্রীমতী পুস্পা দেবী আই পি এস আসার পর থেকে আরো জোতদার তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে বারুইপুর জেলা পুলিশ।।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics