Daily Frontier News
Daily Frontier News

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বামফ্রন্টের ডাকে বিশাল মিছিল উস্হি এরিয়া কমিটির।।

 

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

আজ ভারতের কমিউনিস্ট পার্টি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির অন্তর্গত উস্হি এরিয়া কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। এবং এরিয়া কমিটির অন্তর্গত সকল ইউনিটের প্রধান ও কর্মীদের উপস্তিত থাকতে বলা হয়। এই সভায় উপস্থিত ছিলেন ভারতের লোকসভার সদস্য এবং ডায়মন্ডহারবার লোকসভার প্রাক্তন এম পি কমরেড শ্রমিক লাইড়ি এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য কমরেড শাহনাজ মোকামী ওরফে মিন্টু মোকামী ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা যুব বামফ্রন্টের যুব সাধারণ সম্পাদক শ্রী বাপ্পা ঘোষ এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য কমরেড চন্দ্রনাথ সরদার এবং উস্হি এরিয়া কৃষক ক্ষেত মজদুর কমিটির সভাপতি কমরেড মুজাহিদ কবির শিরোয়ানী এবং উস্হি এরিয়া কমিটির সম্পাদক যুব কমরেড সব্যসাচী গাজী ও শেরপুর জোনাল কমিটির সম্পদ কমরেড কবিরুল। এছাড়াও উপস্তিত ছিলেন উস্হি এরিয়া কমিটির সদস্য কমরেড সাদাব কাজী। এই সভার শেষে একটি বিশাল মিছিল উস্হি র হাট পরিক্রমা করে এবং কয়েক হাজার মানুষের গণসাক্ষরতা পত্র নেওয়া হয় এবং এই সভা থেকে গরীব মজদুর মানুষের সেবায় নিয়োজিত করার জন্য প্রায় ৩৩,হাজার, টাকা তোলা হয়। এবং আগামী দিনে গণআন্দোলন গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ করার ডাক দেওয়া হয়।।

Daily Frontier News