Daily Frontier News
Daily Frontier News

দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর থানার উদ্দোগে রক্তদান শিবির।।

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের অধীনে নরেন্দ্রপুর থানার উদ্দোগে রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন পশ্চিম বাংলার বিধান সভার সদস্য ফেরদৌসী বেগম ও বারুইপুর জেলা পুলিশের সুপার শ্রী পুস্পা দেবী আই পি এস। এই রক্তদান শিবিরের সহায়তা করেন ভারত সেবাশ্রম এবং কলকাতার আর জি কর হাসপাতালের উৎসর্গ হেল্প সেন্টার। এই রক্তদান শিবিরে মোট ৬১,জন, ব্যাক্তি যোগ দেন। এই রক্তদান শিবিরে উপস্তিত ছিলেন বারুইপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হোসেন আই পি এস ও বারুইপুর জেলা পুলিশের জোনাল পুলিশ সুপার শ্রী ইন্দ্রজিৎ বসু আই পি এস এবং বারুইপুর জেলা মহিলা পুলিশের আই সি শ্রীমতী কাকলী ঘোষ কুন্ডু এবং নরেন্দ্রপুর থানার আই সি সহ অন্যান্য পুলিশ অফিসারা।।

Daily Frontier News