কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নতুন জেলা প্রশাসক শ্রী সুমিত গুপ্ত কে আজ বিশেষ সম্মান জানালেন পশ্চিম বাংলার বিধানসভা সদস্য এবং সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান ও তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক শওকাত মোল্লা। এদিন কলকাতার আলিপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ফুলের মালা দিয়ে সম্মান প্রদর্শন করেন। আজ যখন তিনি আলিপুর ডি এম অফিসে তার সাথে ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা তৃনমূল দলের শ্রমিক সংগঠনের নেতা ও বিধায়ক শ্রী জয়দেব হালদার ও গভীর সুন্দর বন এলাকার গোসাব বিধানসভার সদস্য শ্রী সুব্রত মন্ডল ও বারুইপুর পূর্বে র বিধায়ক শ্রী বিভাস সরদার এবং সোনারপুর দক্ষিণের বিধায়ক শ্রীমতী লাভলি মিত্র সহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন বিধানসভার সদস্য উপস্তিত ছিলেন। সকলেই নয়া জেলা শাসকের কাজের ক্ষেত্রে সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতি দেন। ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics