মনোয়ার ইমাম কলকাতা থেকে
ভারতের উত্তর পূর্ব রাজ্যের ত্রিপুরা রাজ্যের বি জে পি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে আচমকা পদত্যাগ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব দেব। তিনি গতকাল ভারতের সরাস্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহের সাথে সাক্ষাৎ হবার পর আজ আচমকা পদত্যাগ করলেন। তিনি বলেন যে, ভারতের জনতা পার্টি অথাৎ বি জে পি তাকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার জন্য দেন। এবং সেই গুরু দায়িত্ব পালন করেন তিনি বলেন যে বি জে পি দল তাকে যে দায়িত্ব পালন করতে বলবেন সেই দায়িত্ব পালন করবেন। তার পদত্যাগ করা কে কটাক্ষ করেন ভারতের তৃনমূল দলের নেতৃত্ব এবং ত্রিপুরা রাজ্যের বামফ্রন্টের নেতৃত্ব। তবে আগামী বছর ত্রিপুরা রাজ্যের বিধান সভার দিকে তাকিয়ে বি জে পি কে শক্তিশালী করতে তার এই পদত্যাগ বলে মনে করেন। তিনি তার পদত্যাগ পত্র ত্রিপুরা রাজ্যের রাজ্যপালের কাছে পাঠিয়ে দেন।।
Copyright © 2022 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics