Daily Frontier News
Daily Frontier News

তৃনমূল দলকে শক্তিশালী করতে সমাজের সকল মানুষের সহায়তা দরকার বললেন জননেতা সওকাত মোল্লা।।

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

আজ পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পূর্বে র বেগম রোকেয়া মেমরিয়াল হলে তৃনমূল দলের একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলার তৃনমূল দলের সাধারণ সম্পাদক ও সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়্যারম্যান এবং ক্যানিং পূর্বে র বিধায়ক সওকাত মোল্লা সমাজের সকল মানুষের নিয়ে তৃনমূল দল কে শক্তিশালী করার আহ্বান জানান। এই সভায় ডাকা হয় শুধুমাত্র ক্যানিং পূর্বে র তৃনমূল দলের জনপ্রতিনিধিদের এবং পঞ্চায়েত সদস্য ও সমিতির সদস্য এবং জেলা পরিষদের সদস্যদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে মিলিত হয়ে জননেতা সওকাত মোল্লা তৃনমূল দলের বিরুদ্ধে যারা আছেন তাদের কাছে তৃনমূল দলের লক্ষ্য ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মসূচি তুলে ধরার জন্য সকলের কাছে আবেদন করেন। এই বৈঠকে থেকে ঠিক হয় যে আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস দলের কর্মসূচি ঘোষণা করা হয়। সাথে সাথে সামনে লড়াইয়ে অংশ নেবার জন্য সকলকেই এগিয়ে আসার অনুরোধ করেন। আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বে টু এর পঞ্চায়েত সমিতি র সহসভাপতি মোক্তার মোল্লা এবং তৃনমূল দলের সাধারণ সম্পাদক শোয়েব শেখ ও পঞ্চায়েত সমিতি র কমধক্ষ হাকিম মিদ্দে এবং ব্লক তৃনমূল দলের সভাপতি সাদেক লস্কর, করধক্ষ জাফর মীর সহ বিভিন্ন অঞ্চলের তৃনমূল দলের নেতৃত্ব।।

Daily Frontier News