Daily Frontier News
Daily Frontier News

ঝাড়খন্ড সরকার গরীব কৃষকদের জন্য মেগা কিষান ক্রেডিট কার্ড এর শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।।

 

 

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের হাজারিবাগ ও ধানবাদ এবং বোকারো ও গিরিডিহ কোদেরসাতে প্রায় ৪২হাজার, ৮৯৩,জন, প্রান্তিক কৃষকের মধ্যে মেগা কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে তাদের ঋণ নেওয়ার সুযোগ করে দেন। এবং এই বিরাট অংশ ঋনের অনেক টাই ফায়দা নিতে পারবে প্রান্তিক কৃষকরা। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেন যে এই প্রকল্পের আওতায় প্রায় ৪২,হাজার, ৯৯৩,জন, কৃষক উপকৃত হবেন। এবং এই প্রকল্পের জন্য প্রায় ১৯১,কোটি, টাকা কে সি সি ঋন প্রধান করেন জি এইচ এ। এবং ঝাড়খণ্ড রাজ্যের সরকার প্রায় ২,বিলিয়ন, ৯,কোটি, টাকা খরচ করবে কৃষকদের জন্য। এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা লাভবান হবে।।

Daily Frontier News