ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্টের নেতা জনাব সেলিম মালিকের মৃত্যু দন্ড চায় ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো কর্তৃক। ভারতের জম্মু ও কাশ্মীরের বিভিন্ন যায়গায় বিচ্ছন্নতাবাদী হামলায় ভারতের সামরিক বাহিনীর সদস্য সহ সাধারণ মানুষের মৃত্যু জন্য এই সেলিম মালিক কে দোষী সাব্যস্ত করে। কারণ হিসেবে বলা হয়েছে যে ভারতের সন্ত্রাসী হামলার পিছনে জম্মু ও কাশ্মীরের লিবারেশন ফ্রন্টের নেতা সেলিম মালিকের অর্থ কাজ করছে। তিনি বিচ্ছন্নতাবাদী দলের সদস্যদের অর্থ দিয়ে সাহায্য করছে বলে দাবি করে এন আই এ আদালতে আর্জি জানিয়েছেন। এদিন ভারতের এন আই এ আদালতের বিচারক শ্রী প্রবীণ সিঙ এর আদালতে তোলা হলে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানান। গত ১৯,মে, থেকে ভারতের এন আই এ হেফাজতে রয়েছে জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্টের নেতা জনাব ইয়াসিন মালিক। একইসাথে ইয়াসিন মালিক বিরুদ্ধে ইউ পি এ ধারা প্রয়োগ করতে বলা হয়েছে। সেই সাথে ভারতের জম্মু ও কাশ্মীরের মুজাহিদিনদের অর্থ সাহায্য করার অপরাধে অল পার্টি হুরিয়াত কন্ফারেন্স নেতা জানাব ফারুক আহমেদ দার, আফতাব আহমেদ চৌধুরী ও জহুর আহমেদ এবং সাবির আহমেদ শাহ সহ অন্যান্য নেতৃত্বের বিরুদ্ধে ইউ পি এ ধারা জারি করা হয়েছে। একইসাথে ভারতের হিজবুল মুজাহিদিন নেতা সৈয়দ সালাউদ্দিন কে খুজতে হুলিয়া এবং আন্তর্জাতিক রেড এলারট জারি করা হয়েছে। দীর্ঘদিন ধরে ভারতের ভূগর্ভ জম্মু ও কাশ্মীরের বিভিন্ন যায়গায় বিচ্ছিন্নতাবাদী দলের সাথে ভারতের সামরিক বাহিনীর লড়াই চলেছে। এই লড়াইয়ে বহু সামরিক বাহিনীর সদস্য সহ নিরীহ মানুষের মৃত্যু হয়েছে এবং মারা পড়েছে বহু বিচ্ছন্নতাবাদী সদস্য। এই লড়াইয়ে ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে ভারতের জম্মু ও কাশ্মীরের অর্থনীতি।।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics