Daily Frontier News
Daily Frontier News

জন দরবারে জন সূরষের ভোট মেকার প্রশান্ত কিশোর।।

 

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

ভারতের ভোট মেকার ও নতুন জন সূরষের কর্ণধার প্রশান্ত কিশোর আজ পাটনার জন দরবারে। আজ সকালে ভারতের বিহারের পাটনার বিভিন্ন যায়গায় ঘুরে আম জনতার সাথে মিলিত হয়ে তাদের নানা অভিযোগ এবং তাদের ন্যায় অধিকার কে বাস্তবায়নে রূপ দেওয়ার জন্য আলোচনা করেন। তিনি বিহারের পাটনা শহরের অলিতে গলিতে দীনমজুর খেটে খাওয়া মানুষের অভাব অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন। এবং তার সমাধানের চেষ্টা পথ খোঁজার জন্য সবদিক নিয়ে গঠন মূলক বিকাশের রাস্তা বের করার উদ্যোগ গ্রহণ করার জন্য সকলের কাছে আবেদন করেন। বিহারের বিকাশের জন্য সকলের কাছে আবেদন করেন। বিহারের মানুষের কস্ট ও অভাব এবং অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য বিকাশ ঘটাতে সবধরণের ব্যাবস্থা করতে হবে। তার জন্য সময়ের অপব্যবহার করা যাবেনা। আগামী দিনে বিহারের নয়া বিকাশের ক্ষেত্রে সকলের এগিয়ে আসতে হবে।।

Daily Frontier News