কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত গভীর সুন্দর বন এলাকায় ক্যানিং পূর্বে র জীবন তলায় সাধারণ মানুষের জন্য পানীয় জলের ট্যাঙ্ক করে সুবিধা প্রদান করে দিলেন জননেতা শওকাত মোল্লা। ক্যানিং পূর্বে র অন্তর্গত হাজার মানুষের যাতায়াতের কেন্দ্র স্থল ও বানিজ্যিক স্হান এই জীবন তলা। সাধারণত মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই এলাকায় একটি পানীয় জলের ট্যাঙ্ক করে দেবার ব্যাবস্থা। সাধারণত মানুষের দাবি মেনে নিজের বিধায়ক ফান্ডের টাকা এবং সুন্দর বন উন্নয়নের খাতের জনগনের, জন্য বরাদ্দ টাকা থেকে এই পানীয় জলের ট্যাঙ্ক করে দিলেন। এই সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বে র টু সহসভাপতি মোক্তার সেখ এবং ক্যানিং পূর্বে র দাপুটে যুব তৃনমূল দলের সভাপতি সাদেক লস্কর ও তৃনমূল দলের নেতা ও অঞ্চল প্রধান ইছা সরদার সহ বিভিন্ন অঞ্চলের তৃনমূল দলের নেতৃত্ব।।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics