ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আজ থেকে প্রায় কয়েক বছর আগে ঠিক ২০০২,সালে, ভারতের গুজরাট রাজ্যের ভয়াবহ দাঙ্গায় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। ঠিক সেই দাঙ্গার সময় ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও আমেদাবাদের এম পি এহসান জাফরির কে উগ্র হিন্দু সম্প্রদায়ের মানুষ জীবন্ত পুড়িয়ে মারে। সেই সময় সারা গুজরাট রাজ্যের বিভিন্ন যায়গায় প্রায় হাজারের বেশি মানুষ মৃত্যু হয়। তার মধ্যে মুসলিম ধর্মপ্রাণ মুসলমানরা ছিল প্রায় ৭০০,শত, বেশি এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিল প্রায় ২৬৮,জন। এই সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে মাঠে নামেন ভারতের সমাজকর্মী তিস্তা শেতালওযাড়। তিনি এই জাতি দাঙ্গার জন্য তৎকালীন গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী ও বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে দায়ী করেন । সাথে সাথে তিনি তৎকালীন গুজরাট রাজ্যের বিজেপি নেতা ও বর্তমানে ভারতের সরাস্ট্র মন্ত্রী অমিত শাহ কে দায়ী করেন। এই ঘটনার পর এহসান জাফরির স্ত্রী জাকিরিয়া জাফরি তার স্বামীর মৃত্যুর জন্য দায়ী নরেন্দ্র মোদী ও অমিত শাহ কে দোষী সাব্যস্ত করে গুজরাট রাজ্যের আমেদাবাদ হাইকোর্টের কাছে বিচার চান। সেই বিচার ২০১৫,সালে, খারিজ করে দেয় আমেদাবাদ হাইকোর্ট। তার পর তিনি ২০১৭,সালে, ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এ আপিল করেন। দীর্ঘদিন ধরে বিচার চলার পর গতকাল ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এর বিচারপতি এম এ খানউলকারের বেঞ্চ এহসান জাফরির স্ত্রী জাকিরিয়া জাফরি মামলা খারিজ করে দেয়। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ কে ক্লিনচিট দেয়। এই ঘটনার পর আজ ভারতের সমাজকর্মী তিস্তা শেতালওযাড়কে আটক করে গুজরাট রাজ্যের দাঙ্গা দমন শাখার সদস্যরা। তার বিরুদ্ধে অভিযোগ যে তৎকালীন সময়ে তিনি গুজরাট রাজ্যে সরকারের বিরুদ্ধে যড়যন্ত্র করে দাঙ্গার প্রশ্রয় দেন। কিন্তু তার বিরুদ্ধে যড়যন্ত্র করার কোন অভিযোগ না থাকলে ও ভারতের সমাজকর্মী তিস্তা শেতালওযাড়কে আটক করেছে গুজরাট দাঙ্গার যড়যন্ত্র মামলায়। আগামী কাল তাকে কোর্টে তোলা হবে।।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics