Daily Frontier News
Daily Frontier News

গরু জাতীয় পশুর মান্যতা দেওয়া যায় না, সাফ জানিয়ে দিল ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।।

 

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

আজ ভারতের সর্বোচ্চ আদালত সনাতন ধর্মের গোবঙস সেবা সদনের করা গরু হত্যা বন্ধ করার উপর রায় দিতে গিয়ে পরিস্কার জানিয়ে দিল গরু ভারতের জাতীয় পশুর তামাকা দেওয়া যাবে না। এদিন ভারতের সর্বোচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ এর বিচারপতি শ্রী এস কে কউল এবং বিচারপতি শ্রী অভয় এস ওকার বলেন যে গরু কোন ভাবে ভারতের জাতীয় পশু হতে পারে না। এবং আবেদন কারীদের মামলা তুলে নেবার জন্য বলেন। যদি না মামলা তুলে না নেন তাহলে তাদের বিরুদ্ধে জরিমানা ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ডিভিশন বেঞ্চ এর বিচারপতিরা। এর আগে ভারতের গো রক্ষা সমিতির দ্বারা ২০১৭সালে, রাজস্থান রাজ্যের হাইকোর্টের বিচারপতি মহেশ চন্দ্র শর্মা গো হত্যা বন্ধ করার পক্ষে রায় দিতে গিয়ে বলেন যে গো হত্যা মহা পাপ। তাই গো হত্যা বন্ধ করা দরকার ভারতে। তিনি ভারতের আইন সভার ৪৮ ও ৫১{জি]এ, ধারা তুলে ধরেন। কোন ধর্মীয় ভাবাবেগে আঘাত হানে এমন পশুর হত্যা বন্ধ করার পক্ষে রায় দেন। সেই সাথে ২০২১সালে, ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদব গরু হত্যা মহা পাপ বলে ঘোষণা করেন। এর পর ভারতের বিভিন্ন যায়গায় গরু হত্যা চলেছে। তা বন্ধ করার জন্য গো হত্যা বন্ধ সেবা সমিতির পক্ষ থেকে ভারতের সর্বোচ্চ আদালতে আবেদন করেন যাতে ভারতের বিভিন্ন যায়গায় গরু হত্যা বন্ধ করা হয়। কিন্তু তাদের আবেদন কে খারিজ করে দেন এবং আবেদন না তুলে নিলে আবেদন কারীর বিরুদ্ধে জরিমানা ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি শ্রী এস কে কউল এবং বিচারপতি শ্রী অভয় এস ওকার ডিভিশন বেঞ্চ।।

Daily Frontier News