Daily Frontier News
Daily Frontier News

গভীর সুন্দর বন বিভাগের ছোট মোল্লা খালি তে সামপারকা প্রচার অভিযান সুন্দর বন কোস্টাল থানার।।

 

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে। তার প্রচার অভিযান হিসেবে গতকাল বারুইপুর জেলা পুলিশের অধীনে গভীর সুন্দর বন বিভাগের ছোট মোল্লা খালি কোস্টাল থানার অন্তর্গত সব যায়গায় সামপারকা প্রচার শুরু হয়। এদিন ঝড় খালি উপকূলে জানা পাড়ায় বিবিন্চিবাড়িতে ০৯,কালিদাসপুরে, সামপারকা প্রচার অভিযান পরিচালনা করেন কোস্টাল থানার অধীনস্থ অফিসাররা। বিভিন্ন যায়গায় থেকে সাধারণ মানুষ এসে তাদের অভিযোগ ও মতামত প্রকাশ করেন। কেউ মৌখিক কেউ বা লিখিত ভাবে। এই প্রচার অভিযান বারুইপুর জেলা পুলিশের সুপার শ্রীমতী পুস্পা দেবী আই পি এস এবং বারুইপুর জেলা পুলিশের জোনাল পুলিশ সুপার শ্রী ইন্দ্রজিৎ বসু শুরু করেন।।

Daily Frontier News