Daily Frontier News
Daily Frontier News

গতকালের ভয়াবহ কালবৈশাখীর ঝড়ের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ছুটে গেলেন বিধায়ক গনেশ মন্ডল।।

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

গতকাল সন্ধ্যার সময় ভয়াবহ কালবৈশাখীর তান্ডবে তছনছ হয়ে যায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত কুলতলি ব্লকের প্রায় ১৩,টি, অঞ্চল। এই অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্য করতে ত্রাণ নিয়ে পৌঁছে গেলেন পশ্চিম বাংলার বিধান সভার সদস্য এবং দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দর বন বিভাগের তৃনমূল দলের অন্যতম নেতা ও কুলতলি র বিধায়ক শ্রী গনেশ মন্ডল। তিনি কালবৈশাখীর তান্ডবে উড়ে যাওয়া বাড়ির ছাউনি এবং ঘরবাড়ি অবস্হা দেখতে মোট ১৩,টি, অঞ্চলে পরিদর্শন করেন। তার সাথে ছিলেন কুলতলি থানার আই সি এবং বিভিন্ন পঞ্চায়েত প্রধানরা। কুলতলি র বিধায়ক ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ছাউনি লাগাতে ত্রিপল ও খাবার জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তিনি অসহায় মানুষের অবস্হা ও ক্ষয়ক্ষতির কথা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তুলে ধরবেন জানা গেছে। তবে ক্ষতিগ্রস্ত মানুষের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য তিনি তার কুলতলি ব্লকের গ্রামীণ এলাকার জন্য তৈরি রেখেছেন। সেই সাথে তার এলাকার কোন মানুষের মধ্যে কোন অসুবিধা না হয় তার জন্য প্রতিটি পঞ্চায়েত ও দলের নেতা ও কর্মীদের নির্দেশ দিয়েছেন।।

Daily Frontier News