Daily Frontier News
Daily Frontier News

ক্রিমিল রিপোর্টে উঠে এসেছে মদ্যপানে এগিয়ে সারা ভারতের মধ্যে দক্ষিণ ভারতের মানুষ।।

 

 

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

ভারতের বিভিন্ন রাজ্যের একটি সমীক্ষা চালায় ক্রিমিল পরিচালিত একটি এন জি ও। সেখানে সারা ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে মদ্যপানে এগিয়ে রয়েছে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা এবং কর্নাটক এবং তামিলনাড়ু। সেই সাথে ভারতের জনসংখ্যার প্রায় ১৬,কোটি, মানুষ মদ্যপানে অভ্যাস্ত। এর মধ্যে ১৮,থেকে, ৪৯,বছর, বয়সী মানুষের ভাগ বেশি। এবং এই রাজ্যে একটি বড় পরিমাণ আয় আসে আবগারি খাতের আয় থেকে। পিছিয়ে নেই ভারতের পশ্চিমবঙ্গ এই রাজ্যের বড় একটি আয় বর্তমানে আসে মদ বিক্রি করে। তবে ভারতের জম্মু ও কাশ্মীর এবং রাজস্থান সহ পশ্চিম ভারতের মানুষের মধ্যে মদ্যপান করার অভ্যাস কুমে গিয়েছে। তবে ভারতের মদ্যপানের ফলে বহু সংখ্যক মানুষের মধ্যে নানাবিধ সমস্যার মুখোমুখি হতে হয়েছে। সরকারের বড় একটি আয়ের উৎস হিসেবে হিসেবে মদ বিক্রি উঠে এসেছে। তবে ভারতের বিহার রাজ্যের মদ বিক্রি নিষিদ্ধ করে দিয়েছে জেডিইউ ও আর জে ডি এবং ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্বে পরিচালিত সরকার। এই রাজ্যের মধ্যে মদ্যপান করলে জরিমানা ও জেল হতে পারে। তবে বিহারের বহু মানুষ লুকিয়ে মদ্যপান করে থাকে।।

Daily Frontier News