Daily Frontier News
Daily Frontier News

ক্যানিং এর হাড় হিম করা খুনের ঘটনায় এখনো অধরা খুনি রফিকুল সরদার।।

 

 

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

গতকাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং এর পিয়ারের পার্কের কাছে আততায়ী দ্বারা খুন হয়ে যায় ধর্মতলা এলাকার তৃনমূল দলের সদস্য স্বপন মাঝি। এবং তার দুই সাথী ঝন্টু হালদার ও ভূতনাথ শিকারী। তাদেরকে বোমা মেরে এবং পরে ভোজালি দিয়ে কুপিয়ে খুন করে। এবং সাথে সাথে তাদের কে গুলি করা হয়েছে। এই ঘটনার পর স্হানীয় দুস্কৃতিকারী রফিকুল সরদার নিখোঁজ হয়ে যায়। স্হানীয় দুস্কৃতিকারী রফিকুল সরদার দীর্ঘদিন ধরে এই এলাকায় তোলা বাজী করে খেত। এবং এলাকা দখল নিয়ে তার সাথে দন্দ্ব বাধে তৃনমূল দলের সদস্য ও পঞ্চায়েত সদস্য স্বপন মাঝির। বিভিন্ন ধরনের অপরাধের কারণে তাকে জেলে ছিল সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়ে গতকাল ক্যানিং এর পিয়ারের পার্কের কাছে স্বপন মাঝি ও ঝন্টু হালদার এবং পাঁচু শিকারী উপর প্রকাশ্যে রাস্তার উপর প্রথমে বোমা মারে তার পর গুলি করে হত্যা করে। এবং পরে নেপালা দিয়ে কুপিয়ে খুন করে। এই ঘটনার পর স্হানীয় মানুষ মূল অভিযুক্ত অপরাধী রফিকুল সরদারের বাড়িতে হামলা চালায় এবং তার বাড়ি ভাঙচুর করে। এই ঘটনার পর দুস্কৃতিকারী দের গ্রেপ্তার করাতে বলেন পশ্চিম বাংলার বিধান সভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও ক্যানিং পূর্বে র বিধায়ক শওকাত মোল্লা। আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পুলিশের প্রেসিডেন্সি রেন্জ পুলিশ অফিসার সিদ্ধনাথ গুপ্ত ও বারুইপুর জেলা পুলিশ সুপার শ্রীমতী পুস্পা দেবী আই পি এস এবং বারুইপুর জেলা পুলিশের জোনাল সাহেব ইন্দ্রজিৎ বসু সহ বিশাল পুলিশ বাহিনী নিয়ে খানা তল্লাশি করে এবং এই খুনের ঘটনায় মোট ছয়জন কে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু মূল অপরাধীকে ধরার জন্য চিরুনি তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে বারুইপুর জেলা পুলিশ।।

Daily Frontier News