Daily Frontier News
Daily Frontier News

কেরালা হাইকোর্টের যুগান্তকারী রায়, অবিবাহিত মহিলা র পুত্র সন্তানের জন্মদাতা হিসেবে মায়ের নাম থাকবে।।

 

 

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম। ।

 

 

ভারতের কেরালা রাজ্যের হাইকোর্টের বিচারপতি শ্রী পি ভি কুনহিষন এক অবিবাহিত মহিলা র জন্ম দাদা পিতা ও মাতার অধিকার নিয়ে মামলা দায়ের করেন। সেই মামলার বিচারপতি পি ভি কুনহিষন রায় দিতে গিয়ে বলেন, যদি কোন অবিবাহিত মহিলা বিয়ের আগে তার অবৈধ সন্তানের জন্ম দেন, সেক্ষেত্রে যদি তার সাথে যার মিলনের ফলে সেই সন্তানের জন্ম হয়। তিনি যদি তার সন্তানদের প্রতি অনিহা ও সন্তান কে অশিক্ষার করেন সেক্ষেত্রে অবিবাহিত মহিলা র তার সন্তানদের জন্ম দাতা হিসেবে স্বীকৃতি পাবেন। কারণ এই ক্ষেত্রে মহাভারতের সূর্য পুত্র কুন্তীর গর্ভের সন্তান কনের সাথে তুলনা করেন। কিন্তু কনের বীরত্বের কথা সবাই কে মেনে নিতে হয়। কিন্তু কুন্তী তার পুত্রের জন্ম কাহিনী চেপে মায়া। তাই নির অপরাধ কুন্তীর সারা জীবন বুকের যন্ত্রণা ভোগ করতে থাকেন। লোক লজ্জার ভয়ে তাকে পন্চ পান্ডব থেকে বঞ্চিত হতে হয়। তাই কোন অবিবাহিত মহিলা র সন্তান জন্ম দিলে সেই সন্তানের জন্ম দাতা হিসেবে স্বীকৃতি পাবেন ঔ অবিবাহিতা মহিলা।।

Daily Frontier News