Daily Frontier News
Daily Frontier News

কেন্দ্রীয় সরকার জনগণের ধোঁকা দিচ্ছেন, সেই সাথে হাততালি কুড়াচ্ছেন অভিযোগ রাজস্থানের মুখ্যমন্ত্রীর।।

 

 

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে রাজস্থানের মুখ্যমন্ত্রী শ্রী অশোক গৌলতের। তিনি আজ নিজের বাসভবন থেকে আমাগড় লেপার্ড রিজার্ভ পার্কের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বলেন, কেন্দ্রীয় সরকার ভোটের আগে ডিজেল ও প্রেট্রোলের দাম বৃদ্ধি করে এবং যখন ভোট আসে ঠিক তখনই দাম কম করে দেয়। এটি জনগণের সাথে প্রতরণা ছাড়া কিছু নয়। তিনি বিহার ও উত্তর প্রদেশের নির্বাচনের আগে এমন ঘটনা ঘটেছে। আজ ভারতের রাজস্থান রাজ্যের আমাগড় লেপার্ড রিজার্ভ বন ও বন্যপ্রাণী সংরক্ষণের মাইলফলক স্পর্শ করার জন্য রাজস্থানের মানুষের কাছে অভিনন্দন জানান। তিনি বলেন তার রাজস্থানের প্রতিকূলতার মধ্যে দিয়ে মোট ৩,টি, জাতীয় উদ্যান, ২৭,টি, বন্যপ্রাণী সংরক্ষণ অভয়ারণ্য ১৬,টি, সঙরক্ষণ এবং ৪টি, বাঘ প্রকল্প রয়েছে। সেই সাথে এশিয়ার বিখ্যাত গির অভয়ারণ্য রয়েছে। এখানে এশিয়ার মধ্যে একমাত্র সিঙ পাওয়া যায়। এরপর সরিকা ও মুকান্দারা হিলস টাইগার ২০২১,সালে, বাস্তবায়ন করা হয়েছে। আজকের সভায় উপস্থিত ছিলেন রাজস্থানের বন ও পরিবেশ মন্ত্রী শ্রী হেমা রাম চৌধুরী ও লোকসভার সদস্য রামচরন বোহরা রাজস্থানের বিধান সভার সদস্য জনাব রফিক খান ও পরিবেশ ও বন সচিব শিখর আগরওয়াল।।

Daily Frontier News