মনোয়ার ইমাম কলকাতা ভারত
আজ ভারতের জাতীয় কংগ্রেসের ডাকে ত্রিপুরা রাজ্যের পি সি সি আহ্বানে ভারত জড়ো আন্দোলন কর্মসূচি পালন করেন প্রদেশ নেতৃত্ব। আজ ত্রিপুরার আগরতলা থেকে বিশাল মিছিল বের করেন ত্রিপুরা রাজ্যের পি সি সি সভাপতি বীর জিৎ সিনহা এবং ত্রিপুরা রাজ্যের বিধান সভার ভারতের জাতীয় কংগ্রেসের বিধায়ক শ্রী সুদীপ রায় বরম্মন। এবং ভারতের জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক লাইটফ্রাঙ মহাশয়া ও সাবেক ত্রিপুরা রাজ্যের বিধান সভার সদস্য এবং ভারতের জাতীয় কংগ্রেসের আশিষ সাহা। এই মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দ্রব্যমূল্য হ্রাস করার দাবি জানান এবং ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও কর্মীদের মিথ্যা মামলা দায়ের করার বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকেন।।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics