ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
কেন্দ্রীয় সরকারের দেওয়া জনমুখী ও একশত দিনের টাকা হজম করার অভিযোগে পশ্চিম বাংলার হুগলি জেলার এডমিনিস্ট্রেশন দপ্তরের পঞ্চায়েত দপ্তরের বিরুদ্ধে প্রায় দুই লক্ষ টাকা জরিমানা করছেন কেন্দ্রীয় সরকারের অর্থ দপ্তরের অফিসাররা। একই সাথে পূর্ব বর্ধমান জেলা ও দার্জিলিং জেলা কে এককোটি টাকা র বেশি এবং মালদাহ ও দার্জিলিং জেলাকে যথাক্রমে ২৬ও১৭, টাকা করে জরিমানা করা হয়েছে। কারণ কেন্দ্রীয় সরকারের দেওয়া একশত দিনের কাজে ভূয়া বিল দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করছেন সরকারি দপ্তরের এক শ্রেণীর কর্মচারী ও শাসকদলের সদস্যরা। এই ঘটনার পর তদন্ত করতে নামে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের অফিসাররা। তারা ধরে ফেলেন যে ভূয়া কাজের বিল দেখিয়ে দিনের পর দিন সরকারি টাকা আত্মসাৎ করছেন এই সব নেতা ও সরকারি কর্মীরা। এই ঘটনার খবর পাওয়া মাত্র মাঠে নামেন পশ্চিম বাংলার রাজ্যের বিজেপির নেতৃত্ব। তাদের দাবি তৃনমূল দলের চোর ও গুন্ডাদের হাতে রাখতে এবং তাদের কে মদ ও মাঙস যোগান দিতে শাসক দলের নেতা ও কর্মীরা এবং পঞ্চায়েত দপ্তরের এক শ্রেণীর কর্মীরা জনগণের দেওয়া টাকা লুটপাট করছে। যার তদন্ত শুরু করে দিয়েছে কেন্দ্র।।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics