কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
কেন্দ্রীয় সরকার কর্তৃক ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী কে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দিয়ে হয়রানির প্রতিবাদে রাস্তায় নেমেছে ভারতের জাতীয় কংগ্রেসের পশ্চিম বাংলার কৃষাণ ক্ষেত মজদুর কঙগ্রেসের রাজ্য নেতৃত্ব। এদিন হুগলীর চণ্ডীতলা, ২,নাম্বার, ব্লক কঙগ্রেসের ডাকে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের পশ্চিম বাংলার কৃষাণ ক্ষেত মজদুর কঙগ্রেসের রাজ্য সভাপতি শ্রী তপন দাস কেন্দ্র সরকারের বিরুদ্ধে এবং রাজ্য সরকারের বিরুদ্ধে জন বিরোধী নিতির বিরুদ্ধে সবর হলেন। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে দিনের পর দিন মূল্যবৃদ্ধি করে সাধারণ মানুষের ভিলেন হচ্ছে। অন্যান্য ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী র, বিরুদ্ধে মিথ্যা কেসের ইনভেস্টিগেশন করার জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করাচ্ছেন। আর অন্যদিকে পশ্চিম বাংলার সরকার এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বাতিল করে, পরিক্ষায় অকৃতকার্য প্রার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে কোটি কোটি টাকার বিনিময়ে চাকরি দিয়ে আজ ফেসে গিয়ে মন্রীদের জেলের ঘানি টানতে চলেছেন। আজকের এই সভায় বক্তব্য রাখেন পি সি সি র সাধারণ সম্পাদক সৌরভ ঘোষ, সুব্রত মুখোপাধ্যায় এবং আবু সুফিয়ান এবং বিদুৎ বরন বন্দ্যোপাধ্যায় ও বাবাই ঘোষ এবং হুগলি জেলার চণ্ডীতলা ২,নাম্বার, ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি সেখ হাসিবুর রহমান সহ অন্যান্য ভারতের জাতীয় কংগ্রেসের স্হানীয় নেতৃত্ব।।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics