Daily Frontier News
Daily Frontier News

কাপ্তাইয়ে প্রজেক্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস

 

মাসুদ পারভেজ
বিভাগীয় ব্যুরো

 

মার্কিন দূতাবাসের অর্থায়নে ও ইউএনডিপির তত্ত্বাবধানে চলমান কয়েকটি প্রজেক্ট পরিদর্শনে রাঙামাটির কাপ্তাইয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

রবিবার (৫ মার্চ) সকালে সফরের অংশ হিসেবে তিনি কাপ্তাই রেঞ্জের আওতাধীন ব্যঙছড়ি বনফুল রেস্ট হাউসে আসলে তাঁকে রাঙামাটি অঞ্চলের বন সংরক্ষক মোঃ মিজানুর রহমান অভ্যর্থনা জানান।

এসময় চট্টগ্রাম বন সংরক্ষক বিপুল চন্দ্র দাশ, পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র, দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা সালেহ মোঃ শোয়েব খান, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে সহ মার্কিন রাষ্ট্রদূত এর সাথে আগত ১৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

পরে প্রজেক্ট এর কার্যক্রমের বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় স্থানীয় ডিভিশনাল ফরেস্ট অফিসার, রেঞ্জ ও বিট কর্মকর্তাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মতবিনিময় করেন। এছাড়া বনফুল রেস্ট হাউজের সামনে মার্কিন রাষ্ট্রদূত একটি বকুল ফুলের চারা রোপণ করেন।

Daily Frontier News