Daily Frontier News
Daily Frontier News

কলকাতা পৌরসংস্থার দুর্নীতির তদন্তে কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দেব না। ।

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এর দুই বিচারপতি বিশ্বজিৎ বসু ও অরজিৎ ব্যানার্জী পরিস্কার করে জানিয়েছেন যে কলকাতার পৌরসভার যে নিয়োগ কান্ডে ব্যাপক দুর্নীতি হয়েছে তার উপর পশ্চিম বাংলা সরকারের করা স্হাগিতাদেশ বা হস্তক্ষেপ করবে না কলকাতা হাইকোর্ট। কারণ কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রী অভিজিৎ গাঙ্গুলী এবং পরে কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রীমতী অমৃতা সিনহার বেঞ্চ এ কলকাতা হাইকোর্টের নির্দেশে সি বি আই তদন্তের নির্দেশ ছিল। এবং সেই রায়ের বিরুদ্ধে পশ্চিম বাংলা সরকার ডিভিশন বেঞ্চ যায়। এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি র বেঞ্চ থেকে এই কলকাতা পৌরসংস্থার দুর্নীতির তদন্তের সি বি আই তদন্তের নির্দেশ রায় কি হবে তার ভার দেওয়া র জন্য দেওয়া হয় বিচারপতি সুপ্রিম বসু ও অরজিৎ ব্যানার্জী বেঞ্চ এ। আজ সেই রায়ের শুনানি শেষে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পরিস্কার করে জানিয়ে দেন যে কলকাতা পৌরসংস্থার দুর্নীতির অভিযোগে সি বি আই তদন্তের নির্দেশ এর উপর স্হাগিতাদেশ দেবে না। সি বি আই এই কেসের তদন্ত করবে। এবং এই কেসের শুনানি পরবর্তী ৬,জুন, হবে।।

Daily Frontier News