কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
গভীর সুন্দর বন এলাকার একটি প্রান্ত গ্রামের গরিব পরিবারের দুস্থ ছাত্র মহাসিন সরদার পশ্চিম বাংলা আলিম মাদ্রাসা পরিক্ষায় ছয় হয়েছে। এই মহাসিন সরদার ক্যানিং পূর্বে র টু ব্লকের বনমালীপুর সিনিয়র মাদ্রাসার ছাত্র ছিলেন। এবার ২০২২শে, আলিম মাদ্রাসা পরিক্ষা দেন এবং পশ্চিম বাংলার মধ্যে ছয় নম্বর স্হান অধিকার করেন। তাকে ফুল ও ফল দিয়ে সম্মান প্রদর্শন করেন পশ্চিম বাংলার বিধান সভার সদস্য এবং পশ্চিম বাংলার তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক ও সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান জনাব সওকাত মোল্লা এবং ক্যানিং পূর্বে র ঢু ব্লক তৃনমূল দলের সাধারণ সম্পাদক সোয়েব সেখ ও ক্যানিং পূর্বে র ব্লক যুব তৃনমূল দলের সভাপতি সাদেক লস্কর এবং ক্যানিং পূর্বে র টু ব্লকের কর্মধক্ষ জনাব আবু জাফর মীর।তারা প্রত্যেকেই আগামী দিনে মাদ্রাসা ছাত্র মহাসিন সরদার পাশে থাকার প্রতিশ্রুতি দেন।।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics