ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
ভারতের কর্ণাটক রাজ্যের মাসরুরের মুরুগা লিঙ্গায়েত ধর্মীয় গুরু শিবমূর্তি প্রায় তিন বছর ধরে ঐ আশ্রমের ১৫ও১৬, বছরের দুটি মেয়েকে দিনের পর দিন ধর্ষণ করে চলছিল। ইদানীং ঘটনা টি চাউর হতে কর্ণাটক রাজ্যের পুলিশ লিঙ্গায়েত ধর্মীয় গুরু শিবমূর্তি কে গ্রেপ্তার করে। এবং অভিযুক্ত ধর্মীয় গুরু শিবমূর্তি কে পরে ছেড়ে দেয়। এই ঘটনা জানাজানি হতে বিক্ষোভ শুরু হয় গোটা মাইসরুর জেলা জুড়ে। এবং মুরুগা লিঙ্গায়েত ধর্মীয় উপাসনালয় থেকে ওড়েনয়ার কে পুলিশ গ্রেপ্তার করে। এবং কর্ণাটক রাজ্যের পুলিশ লিঙ্গায়েত ধর্মীয় গুরু শিবমূর্তি বিরুদ্ধে গ্রেপ্তার করার নোটিশ জারি করে এবং তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে। যাতে তিনি কোন ভাবে পালাতে সক্ষম না হয়।।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics