Daily Frontier News
Daily Frontier News

কয়লা কেলেঙ্কারি কান্ডে সি বি আই গ্রেপ্তাপাচার ক তৃনমূল দলের হেভিওয়েট নেতা অনুব্রত মন্ডল কে।।

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

 

আজ পশ্চিম বাংলার তৃনমূল দলের হেভিওয়েট নেতা ও বীরভূম জেলার তৃনমূল দলের সভাপতি অনুব্রত মন্ডল কে তার বাড়ি থেকে প্রায় চ্যাঙদোলা করে গ্রেপ্তার করে নিয়ে যায় সি বি আই। সি বি আই দীর্ঘদিন ধরে বীরভূম জেলার তৃনমূল দলের সভাপতি অনুব্রত মন্ডল কে বার বার সমন করে গেলে ও সি বি আই কে এড়িয়ে চলার চেষ্টা করে। কিন্তু সি বি আই এর নাছোড়বান্দা র মতো পড়ে থাকে পশ্চিম বাংলার কয়লা কেলেঙ্কারি কান্ডে তার নাম বার বার সামনে আসে। সেই সাথে কিছু দিন আগে পশ্চিম বাংলার গরু পাচার কান্ডে তার নাম সামনে আসে। এবং তার দেহরক্ষী গ্রেপ্তার করে তার কাছ থেকে বহু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছেন সি বি আই। তার পর থেকে জাল বিছোতে থাকে সি বি আই। অনুব্রত মন্ডল সি বি আই এর হাত থেকে বাঁচতে বার বার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। কিন্তু গতকাল যখন সি বি আই তার হাজির দেবার কথা বলেন তখন তিনি এড়িয়ে যান। এদিন সাতসকালে সি বি আই কেন্দ্রীয় বাহিনী নিয়ে বীরভূম জেলার তৃনমূল দলের সভাপতি অনুব্রত মন্ডলের বাড়িতে গিয়ে প্রায় চ্যাঙদোলা করে গ্রেপ্তার করে নিয়ে আসেন। তাকে আজ সি বি আই এর আদালতে তোলা হবে। এবং সি বি আই এর রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করতে চলেছে। এর আগে কয়লা কেলেঙ্কারি কান্ডে ও গরু পাচার কান্ডে পশ্চিম বাংলার তৃনমূল দলের সুপ্রিমো ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তৃনমূল দলের সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের এম পি অভিষেক ব্যানার্জী ও তার স্ত্রী রুজিয়া ব্যানার্জী কে সি বি আই জিগেসবাদ করে। এবং এই কয়লা কেলেঙ্কারি কান্ডে সি বি আই এর হাত এড়িয়ে চলে যায় অনুপম মাঝি ওরফে লালা। এর আগে বিনয় মিশ্র কে সি বি আই হেফাজতে নেয়। আজকের তৃনমূল দলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মন্ডল গ্রেপ্তার হওয়ার পর দলের মুখপাত্র এম পি শান্তনু সেন বলেন আইন আইনের পথে অগ্রসর হবে। একই সাথে তিনি বিজেপি নেতা ও পশ্চিম বাংলার বিধান সভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বিরুদ্ধে কেন সি বি আই তদন্ত করছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে বামফ্রন্টের নেতা ও কলকাতা হাইকোর্টের আইনজীবী বিকাশ রন্ধন ভট্টাচার্য বলেন যে কান টেনেছেন সি বি আই এবার হয়তো মাথা ধরতে চলেছেন সি বি আই। তিনি ইঙ্গিত দিয়েছেন তা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে লক্ষ্য করে। ।

Daily Frontier News