ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার কে সরাসরি চ্যালেঞ্জ করলেন ভারতের ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তিনি বলেন যে, বিহারের নব জোটের প্রধান ও জে ডি এস নেতা এবং বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার বলেছেন যে তিনি বিহারের প্রায় দশ লক্ষ বেকার যুবক ও যুবতীদের চাকরি দেবেন বলে যে ঘোষণা করেন তা ভূয়া আওয়াজ ছাড়া আর কিছু নয়। প্রশান্ত কিশোর বলেন যে সদ্য বিজেপি ত্যাগ করে বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার আর জে ডি ও ভারতের জাতীয় কংগ্রেস এবং জিতেন মাঝির হাম পার্টির সাথে জোট বেঁধে সরকার গঠন করেছে তার পর বেকার যুবক ও যুবতীদের চাকরি বিষয়ে যে আওয়াজ তুলেছে তার কটাক্ষ করেন। তিনি বলেন বিহারের বেকার যুবক ও যুবতীদের চাকরি যদি দশ লক্ষ দেন তাহলে তিনি রাজনৈতিক জীবন থেকে অবসর নেয়ার কথা ভাববেন। প্রশান্ত কিশোর বলেন বিহারের বর্তমান যে জোট সরকার হয়েছে সেখানে বিহারের আর জে ডি প্রধান তেজষী যাদবকে উপমুখ্যমন্ত্রী করা হয়েছে এবং তার ভাই কে বিহারের মন্ত্রী করা হয়েছে। এবং আর জে ডি থেকে মোট ১৬জনকে, মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং ভারতের জাতীয় কংগ্রেসের মন্ত্রী দেওয়া হয়েছে। তিনি বলেন যে বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার প্রতি পাঁচ বছর অন্তর রূপ বদলে নিজের গদি রাখতে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কখনো বিজেপি কখনো আর জে ডি ও ভারতের জাতীয় কংগ্রেসের সাথে জোট গঠন করে। এই নিতি ভারতের বিহার রাজ্যের মানুষ মেনে নেবেন না। আগামী দিনে তার রাজনৈতিক কর্মকাণ্ড চলতে থাকবে বলে জানান।।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics