Daily Frontier News
Daily Frontier News

এবার পশ্চিম বাংলার মাধ্যমিক পরীক্ষায় জেলার জয়জয়কার।।  

 

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

কলকাতা কে হারিয়ে এবার জেলায় জয়জয়কার। আজ পশ্চিম বাংলার মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। সেখানে প্রথম ও দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছেন জেলার ছাত্রছাত্রীরা। তাই জেলার সাফল্য অর্জন করেছে ৯৭/ভাগ, উৎকীর্ণ হয়ে। পশ্চিম বাংলার মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন দুই জন। (১) বাকুড়ার জেলার অণব ঘোড়াই এবং পূর্ব বর্ধমান জেলার রৌনক মন্ডল। (২) দ্বিতীয় স্থান অধিকার করেছেন পূর্ব মেদিনীপুর জেলার দেব শিখা প্রধান। তৃতীয় স্থান অধিকার করেছেন পশ্চিম বর্ধমান জেলার অন্যনা দাশগুপ্ত ও চতুর্থ হয়েছে কলকাতার শ্রুতশি ত্রিপাঠী। মোট পরিক্ষার্থী ছিল প্রায় ১১,লক্ষ। তার মধ্যে জেলায় প্রথম সারির তে ভালো ফলাফল পেয়েছে ১১৪,জন, শুধুমাত্র জেলার। কলকাতার থেকে জেলার রেজাল্ট ভালো হয়েছে। মাধ্যমিক পরীক্ষায় সাফল্য অর্জন কারীদের অভিনন্দন জানিয়েছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পশ্চিম বাংলার বিধানসভার বিরোধী দলের নেতা শ্রী শুভেন্দু অধিকারী এবং ভারতের বিরোধী দলের নেতা শ্রী অধীর চৌধুরী। ।

Daily Frontier News