কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
সারা ভারতের বিভিন্ন যায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নিষিদ্ধ পল্লী অথাৎ যৌন পল্লী। এবার দুর্গা পূজা র সময় আগের সব রেকর্ড কে ভেঙে দিয়েছে এবারের খরিদ্দারের রেকর্ড। এবার দুর্গা পূজা তে কোভিড করনা বিধি মোতাবেক সব নিয়ম মেনে কিন্তু কাস্টোমার গিয়েছে কলকাতার বিখ্যাত নিষিদ্ধ পল্লী সোনাগাছি তে। এবার এই যৌন পল্লী যাওয়া মানুষের ভীড় ছিল চোখে পড়ার মতো। গত পাঁচ দিন দুর্গা পূজা তে এই নিষিদ্ধ যৌন পল্লী তে রেকর্ড গড়েন করে কন্ডোম বিক্রি ক্ষেত্রে। এবছর কন্ডোম বিক্রি হয়েছে ১,লক্ষ, ৩৭,হাজার, ৫৮৯,টি। এমন তথ্য সংগ্রহ করে দিয়েছে ভারতের যৌন কর্মীদের প্রতিস্ঠান দুরবার মহিলা সমন্বয় সমিতি। তাদের তৈরি কন্ডোম বিক্রি হয়েছে বেশি। কারণ আগে থেকেই ভারতের বিভিন্ন যায়গায় যে নিষিদ্ধ যৌন পল্লী রয়েছে তার সব যায়গায় বিনা কন্ডোমে যৌন সম্পর্ক স্থাপন করা নিষিদ্ধ করা হয়েছে। তার জন্য সচেতনতা বৃদ্ধি করা হয়েছে যৌন পল্লী গুলোকে। তবে দুই বছর কোভিড করনা বিধি মোতাবেক বহু মানুষ কলকাতার সোনাগাছি বিমুখী ছিল। এবার তা সুদে আসলে তুলে নিয়েছে। এবার কলকাতার সোনাগাছি তে দুর্গা পূজা র আয়োজন করেন। এবং পশ্চিম বাংলার সাবেক পরিবহন মন্রী ও বিধায়ক এবং তৃনমূল দলের অন্যতম নেতা মদন মিত্র এই দুর্গাপূজা র শুভ উদ্বোধন করেন।।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics