কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
সূদুর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ পোর্ট থেকে ৭০,হাজার, ৩০০টন, কয়লা নিয়ে প্রশান্ত মহাসাগর হয়ে ভারত মহাসাগর পেরিয়ে পশ্চিম বাংলার হলদিয়া বন্দরে উপস্হিত হয়েছে। ভারতের ইতিহাসে এই প্রথম ১৫২,বছর, পর ৩০০শত, মিটার চাওড়া ও ৯৩মিটার, নাব্যতা যুক্ত জাহাজ নঙর করেছে হলদিয়া বন্দরে। এটি এম ভি নিনেরাল ইয়র্ক কান নামে কেপ সাইজ ক্লাসের। এই জাহাজ থেকে কয়লা নামাতে ভেসেলের সাহায্য নিতে হয়েছে। এবং হলদিয়া বন্দরে খালি করে ফের মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে শুরু করবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics