কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
পশ্চিম বাংলার এস এস সি মামলায় কলকাতার হাইকোর্টের বিচারপতি নির্দেশ এ ধৃত পশ্চিম বাংলার তৃনমূল দলের মহাসচিব ও শিল্প মন্ত্রী কে চিকিৎসা র জন্য নিয়ে যাওয়া হয়েছে ওড়িশার ভুবেনেশ্বর এর এম আর আই হাসপাতালে। গত দুই দিন আগে কলকাতার বাড়ি থেকে এস এস সি মামলায় পশ্চিম বাংলার তৃনমূল দলের মহাসচিব ও পশ্চিম বাংলার শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে গ্রেপ্তার করে ভারতের এনফ্রোজমেন্ট ডিরেক্টর অথাৎ ইডি। তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় প্রথমে জোকার সরকারি হাসপাতালে। সেখান থেকে কলকাতার নিন্ম আদালতে আর্জি জানান তাকে জামিন মঞ্জুর করা হোক। কিন্তু নিন্ম আদালতে আর্জি খারিজ করে দিয়ে তাকে কলকাতার এস কে এম হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় সেই দাবি কে খারিজ করে দেয় কলকাতার হাইকোর্ট। এবং তার চিকিৎসা র জন্য পাঠানো হয় ওড়িশা রাজ্যের ভুবেনেশ্বর হাসপাতালে। তার সাথে প্রায় ২১,কোটি, টাকা বেআইনি রাখার জন্য পশ্চিম বাংলার তৃনমূল দলের মহাসচিব ও পশ্চিম বাংলার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে র মানুষ অর্পিতা চট্টোপাধ্যায় কে ইডি গ্রেপ্তার করে! তাকে কলকাতার সি বি আই এর সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ট্রেড কেলেঙ্কারি তে কয়েক শত কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে টাকার বিনিময়ে চাকরি দেবার ক্ষেত্রে তা জানার চেষ্টা করছে সি বি আই ও ইডি। এবং কলকাতার হাইকোর্টের নির্দেশে তাঁর তদন্ত চলছে।।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics