ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আজ সাতসকালে ভারতের জম্মু ও কাশ্মীর উপত্যকার কুলগাম জেলার অন্তর্গত আরেহ মোহন পোরায় এলাকি দেহাটি ব্যাঙ্কের ম্যানেজার শ্রী বিজয় কুমার কে গুলি করে হত্যা করে জঙ্গিরা। মৃত ব্যাঙ্কের ম্যানেজারের বাড়ি রাজস্থান রাজ্যের হনুমান নগরে। তবে কি কারণে জঙ্গিরা তাকে হত্যা করেছে তা বুঝে উঠতে পারছে না সাধারণ মানুষ। তবে ইদানীং ভারতের জম্মু ও কাশ্মীর উপত্যকায় সামরিক বাহিনীর জওয়ানরা ছাড়া সাধারণ মানুষ কে নিশানা করছে জঙ্গিরা। তার মধ্যে ব্যাবসায়ী এবং শিক্ষক ও পুলিশের কর্মচারী ও সাধারণ মানুষ। কিছু কিছু ক্ষেত্রে নানি জঙ্গিদের বিরুদ্ধে গোপন আস্তানার খবর দেওয়ার কারণে এই হামলা চালায় । গত কয়েক বছর আগে ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের উত্তর থেকে বিশেষ আইন ৩৭০ধারা, ৩৫,এ, বিলুপ্ত করার পর থেকে জঙ্গিদের হামলা বেড়ে চলেছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা জঙ্গিদের নিশানা করছে ভারতের সামরিক বাহিনীর সদস্যদের এবং সাধারণ মানুষ উপর। তবে ভারতের সামরিক বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। কোথাও কোথাও ভারতের সামরিক বাহিনীর সদস্যদের সাথে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। তখন জঙ্গি ও ভারতের সামরিক বাহিনীর সদস্যদের মৃত্যু হয়। তবে ভারতের সামরিক বাহিনীর সদস্যদের রুটিন মাফিক চিরুনি তল্লাশি তে কোনঠাসা জঙ্গিরা ভয় পেয়ে সাধারণ মানুষ কে নিশানা করছে।।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics